আত্মার অন্দরে তুমি করে বিচরণ
সঞ্চারণ করে দিয়ে মহা অনুভূতি
উন্মেষ ঘটাতে দিয়ে চিরায়ত দ্যুতি
তটিনীর বুকে যেন বর্ষার ক্ষরণ!
অনুকূলে বীজ পায় বৃক্ষের গড়ন
পল্লবিত হয় পেয়ে সুরুজের যতি
যৌবনের ঝনঝনিতে রূপায়িত সতী;
আপনার আবর্তনে তৃপ্তির ধরণ।
ব্যত্যয় ঘটিল আজ আমার জীবনে
কাতুকুতু পেয়ে করি প্রসারিত ঠোঁট
সুখে দিক ভ্রান্ত হই সাগর কি বনে!
তবু আমি মহা সুখী; মনে ঢেকে চোট
তোমার স্মৃতি লাগাই জ্বালার নিবনে।
সুখ মন্থনে মরি গো কাঙ্ক্ষিত কারণে!