একবার ছুঁয়ে দাও আমায়
"শূন্য" আর "আমি" অথবা "তুমি" শব্দে দুটোই অক্ষর থাকে
তুমি এসো—
লেনিন মতবাদ নিয়ে
এসে দূর করে দাও দূর্ভিক্ষের কান্না
—হৃদয়ের মাঝে পুঁতে
ফেল আমার দেয়া শেষ গোলাপ
পৃষ্ঠার আড়ালে রেখে বঞ্চিত করে লাভ কী বল?
তার চেয়ে ভালো
—তুলে নাও শুকনো গোলাপ লেনিন মতবাদের অজুহাতে
পুঁতে নাও বুকের পিঠে
একবার ছুঁয়ে দাও আমায়
আমি বসে আছি "শূন্য" হয়ে
তোমার "তুমি" বসে আছে "শূন্য হয়ে
একবার কাছে নাও আমায়
দূর কর এই বাজে দূর্ভিক্ষ আর
তুলে নাও এই গোলাপ
তুমি আসো এই অন্ধের কাছে
ভুলে যাওয়া পথ দেখাও
আমার চোখে ঢের অন্ধকার—অসংখ্য অসুখ
ভর করে আছে হৃদয়ে আমার
তুমি আসো—ছুঁয়ে দাও আমায়।