বাতাসের ছোঁয়ায় মৃদু মৃদু দোলে পত্র পল্লব,
মেঘেরা ভেসে চলে নিরুদ্দেশে, পাখীরা যায় কুলায়
বৃষ্টির ফোঁটার স্পর্শে ফুলেরা হাসে;
থির থির করে ঝরে পড়ে শুকনো পাতা,
অন্ধকারে ভেসে আসে অজানা ফুলের ঘ্রাণ,
আকাশে ভাসে চাঁদ, উতলা তোমার প্রাণ...
তুমি বেয়ে যাও নৃত্যের নাও, তুমি গেয়ে যাও গান।
তোমার দেহের বানী এই নৃত্যের মুদ্রায়
বীণার ঝঙ্কারে কী যে বলে যায় -
রাখিবে কে তারে হৃদয় মন্দিরে
একাকী অর্চনায়;
কার প্রাণে, কোন অচেনায়!