আমার কল্পনায় তুমি এক সুতাকাটা ঘুড়ি;
আমি ফিঙে হয়ে তোমায় ছুঁতে উড়ি।
কেটে যায় দিন আর রাত -
জানি, একদিন চলে যাব অকস্মাৎ!