বেলা শেষে কিংবা শেষ হলে মেলা;
দিনমান ভেসে আসা বিষাদসিন্ধু পারাপারের ভেলা
ঘাটে এসে ভেড়ে...
কে যাবে কে যাবেনা ওপারে,
জানা নেই কারো।
হাঁটের পসরা কিংবা কেনাকাটা শেষে
ভিখারীর বেশে
অবশেষে ফিরে যায় কেউ,
বাকিরা কেবল চেয়ে দ্যাখে -
কারো কারো মনে ওঠে বেদনার নিঃশব্দ ঢেউ;
মহাপ্রস্থানে সহযাত্রী হয় না যে কেউ!