নামিয়ে নাও চোখের হাতুড়ি
আলতো করে চোখের পাতাদুটো এক করে
অনন্ত-অন্তরের দিকে
মেলে দাও দৃষ্টি মনের
দেহজ দেয়াল ভেদ করে
উড়ে যাও অন্তরীক্ষে
দ্যাখ, কী অবর্ণনীয় বর্ণাঢ্য বৃক্ষ এক
আকাশ ছাড়িয়ে আছে -
সালামুন, হে কল্পতরু...
অতঃপর তুমি
অকস্মাৎ অনুভব করলে আকাশ চেয়েছিলে আনমনে
তাই
আকাশটা এনে দিল আবদুল্লাহ
যে কেবলই নিঃসীম এই আকাশটাতে
ভেসে বেড়ায়
অনায়াসে - অনন্তকাল।