পুড়ে পুড়ে কয়লা হলেও রইত বুঝি অস্তিত্বের কায়া।
অথচ, হয়ে গেছি ছাই!
নিঃশেষ হয়ে গেছে নিদান কালে সবার মায়া;
বাতাসের তোড়ে উড়ে যাই হয়ে ধুলোবালি ছাই -
অকস্মাৎ, একদিন দেখবে আমি আর নাই।
কপালের লেখা, ছিল জীবনের যাতনা যতন;
খুঁজলোনা উড়িয়ে ছাই কেউ কোনোদিন -
ছিলো কি ছিলোনা এখানে মাণিক-রতন! 🪶