আকাশ আজ নির্মল বায়ু কিম্বা বাষ্পের মেঘে ছেয়ে থাকেনা -
ওখানে মেশে নারকীয় বুদ্বুদ; মানুষের আগ্রাসী আক্রোশ
দূষিত করেছে সব জনপদ এবং  উর্ধলোক -
প্রাণদ বৃষ্টি পাবেনা তুমি কোত্থাও,
নেই নির্মল আকাশ কিম্বা নির্মল ভূমি।

ভালোবাসার বাগানে লেগেছে বাণিজ্যের মড়ক -
ফুলগুলো কেনাবেঁচা হয় দোকানে দোকানে;
পাথুরে পাহাড় হয়েছে হৃদয়ের উর্বরা জমি -
পাবেনা প্রেমের নির্যাস প্রেমিকের অধরোষ্ঠ চুমি!
.
.
.
{আবদুল্লাহ রাকীব : ১১/০১/২০১৯ অস্তরাগের আলোয় বিদায়ী বিষণ্ণতায় লেখা}