মীনাক্ষী হয়েও কেন দ্যাখ
ডাঙার প্রতিবেশ -
জলের অতলে দ্যাখ,
পাবে যেথা স্বপ্নের আবেশ।
পৃথিবীতে সম্ভব সবই;
এ তোমার ভ্রান্তি কবি।
মহালীলায় পুতুল সবই;
খেলা করে অচেনা দরবেশ!
.....................................................................................................
☪️
{মীনাক্ষী দাস-এর কবিতার প্রত্যুত্তরে । ০৪/০১/২০২০ । আবদুল্লাহ রাকীব}