গহীন এই কালো রাতে -
তোমাদের ঐসব নকল-মোম প্যারাফিনের আলোয়
কী করবে আলোকিত, বলো!
মোমবাতি ধরে থাকা হাতের ছায়ায় অদেখা অন্ধকারে
শ্বাপদেরা ঘোরাফেরা করে...
মানুষের বিবেক বোধ শিতল আতঙ্কে কাঁঁপে
অন্ধের বক-দরশন ইতিহাসের প্রাত্যহিক পাঠাগারে
মৃদু আলো আর মিঠে শব্দ ছাড়ো;
জ্বালাও চেতনার মশাল
পথ দেখে মিছিলে আসুক লাখো রবাহুত
পিছনে পড়ে থাকা লোভী অনাগত
ওরা অন্ধ উইপোকার মতো!
গুড়িয়ে দাও ঐসব দানবের হাত, শাবাস -
ঠেসে ধরো মশালের আগুন;
পুড়িয়ে দাও শয়তানের আবাস।
মোমের মোলায়েম আলোয় প্রমের কাব্য পড়া শেষ হলে
এসো জ্বালি গনগনে মশালের আগুন
এসো দ্রোহের গান গাই - মানবতার ত্রান চাই;
এসো শহীদের আত্মার মাগফেরাত চাই
চাই চিরকালের বেহেস্ত-নসীব
উৎপীড়িতের পাশে থেকে হই আরযগুজার -
সকলেরে দাও স্বাধিকার -
হে পরওয়ারদিগার।

..................
২৬/০৩/২০১৬
বেলা ১টা