আমরা পারি...
পলাশী থেকে পল্টনে, রেসকোর্স ময়দানে, রনাঙ্গনে -
আমরা পেরেছি জ্বালাতে চেতনার মশাল
তারপর একদিন নিভে গেছে, দানবীয় অন্ধকারে হারিয়েছে আলো -
তেমনি দেখেছি আবার, গণজাগরণ ঢলে পড়ে
রাজনীতির বিষাক্ত ধোঁয়ায়
জ্ঞান হারায়
জনমন!
বিবেক আর দেশাত্মবোধের মিছিল ছত্রভঙ্গ হয়;
ক্ষমতার নিরেট পাথুড়ে দেয়াল থামিয়ে দেয় চেতনার স্রোতধারা!
লুটেরারা আনন্দে আত্মহারা -
আহা! এতো শুধু আমাদের বসুন্ধরা!
"আজ সেই গণজাগরনের দিন" ...
লক্ষ প্রাণের স্বতঃস্ফূর্ত ঐকতান স্তব্ধ করে দেয়া
বিভীষিকাময় সেই গাঁথা আজ
স্মরন করার দিন!
দানবের হাতে মানবের পরাজয়
এযেন শুধুই অর্থ বিত্তের জয় -
তবুও স্বপ্ন দেখি একদিন হবেই হবে
সত্য ও শাশ্বতের জয় -
একদিন হবেই দানবের পরাজয়!