|| চিরঞ্জীব মায়া-যাদুকর ||

দেবো? আরও একটু ঢেলে দেবো?
কেতলিটা দগ্ধঃ তবু, উষ্ণতার প্রস্রবণ ঢেলে
মোহনীয়ার চোখেমুখে তৃপ্তির সোনালী আভাষ দেখবে বলে
ওটা আরও তপ্ত হয় -
গনগনে আগুন জ্বলে অবিরাম মনের উনুনে।

নেবো, নেবো যত পার দাও - চির-অপূর্ণ সাধের
এ যে এক নিঃশব্দ অভিলাষ -
এ যেন এক ঝোড়ো-মেঘে ভরা উত্তাল আকাশ।

লীলাময়ীর দুর্নিবার্য আকর্ষণ, এ যে এক অন্তহীন উষ্ণ-প্রপাত;
এই দুর্বার ঘূর্ণি-টানের হবে যবনিকাপাত -
যখন ঝরবে প্রবল বৃষ্টি, মাটি ফুঁড়ে যাবে বজ্রপাত!

কেতলি, জল, উনুন আর আগুণ কিম্বা চায়ের কাপ,
যখন সবি নিরুত্তাপ;
মরীচিকা মনে প্রশ্ন জাগে এইসব,
কী ছিল হে সত্বার কারিগর?

মোহনীয় মূর্ছনার স্বর্গীয়-সংগীত না-কি মহা-পাপ?
জয়ের মাঝে কেন দিয়েছ ক্ষয়,
কেন দিয়েছ আনন্দ-মার্গে অহেতুক ভয়?

কেতলি, জল, উনুন আর আগুণ কিম্বা চায়ের কাপ -
তোমার ইচ্ছাতেই উত্তপ্ত হয়, হয় নিরুত্তাপ,
তাহলে কেন খোঁজো অপরাধ, কেন খোঁজো পাপ?
হে চিরঞ্জীব, মায়া-যাদুকর!



আবদুল্লাহ রাকীব
১৮ ডিসেম্বর ২০২৩ ইং