আব্দুল হান্নান
মানব মোরা দুনিয়া বুকে শ্রেষ্ট মাকলুকাত, ,
স্বার্থের তরে ডুবিয়া মোরা করি গো মুনাজাত। ,
নামাজের মাঝও মনে পড়ে শুধু মহা স্বার্থের কথা, স্বার্খের জন্য মানুষকে সদা দিয়েই থাকে ব্যথা।,
ঘুম থেকে জেগে ঊষার প্রান্তে গিয়ে কর্ম্ করে,
কর্ম্ শেষে গধুলী প্রান্তে আবার আসে ফিরে,
কিসের জন্য করি গো কর্ম্ নাইকো সবার অজানা, ,আপন ঘরের কর্ম্ মোরা কিছুই করিনা।,
ছদ্দবেশি ধারন করে সেজে বড় মুসল্লি, ,
স্বার্থের মাঝে ডুব দিয়ে সদা মুখে আল্লাহ বলি ।
বিচারের জন্য বসে আছেন ভাই মহা বিচারপতি,
স্বর্থের জন্য তিনিই আজ নিভান আলোর বাতি।
কারো ফাঁসী হয় কেউ বেঁচে যায় সব স্বর্থের খেলা, কেউ কি জানে ন্যায় ইনসাফের বসবে একদিন মেলা।