আব্দুল হান্নান
যতদিন দিতে পেরেছি সবারে এ ভবে,
ততদিন ভালবেসেছিল আমারে সবে।
বয়সের ভারে যে এখন নুহ্য আমার দেহ,
দেখো একটু ফিরেও এখন চাহেনা গো কেহ।
সবার জীবনে ওগো দেখো আসবে এমন দিন,
এমন মানুষদেরকে তুমি ভেবোনা কখনো ক্ষীন।
বীর দর্পে যখন চলবে তুমি তখন সবাই তোমার সঙ্গে,
মাখিয়ে দেবেযে আদরের রঙ্গীন ধুলা সবাই তোমার অঙ্গে।
আমিও যে ছিলাম কোন একদিন এই বীর পথিকের প্রান্ত শালাই,
জীবন যুদ্ধে পরাজিত, নির্বাক এক যোদ্ধা শুয়ে আছি বিমারের বিছানায় ।
অবজ্ঞা অনাদর দুঃছেই গ্লানির হাতছানি সব যেন আসে জীবন প্রান্তসীমায়,
শুধু চেয়ে চেয়ে দেখা আর আঁখিজল ঝরানো ছাড়া এ জীবনে আর কিছু নায়।
জীবনের ছেড়া ডায়েরীর পাতাগুলো কোনদিন কি পড়বে কোন মনিষীর চোখে?
যে অব্যক্ত কথা বলতে পরিনি,যে কল্পনা দৃশ্যমান হয়নি তা বলবে তার মুখে।
কোথায় সহযোদ্ধাদের প্রতিসহমর্মিতা,কোথা আজ ভাতৃত্ব?
কোথায় আজ নীতি কথা কোথা আজ মোদের নেতৃত্ব?