------তুমি "
--দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
নিজের সুশ্রী মুখখানি নিয়ে পৃথিবীকে গিলে
খেতে মনে করো পৃথিবী কত যে আপন,
যতই তুমি আপন ভাবো-
নিজের জ্ঞানে,প্রতি মুহুর্তেই প্রতি ক্ষণে রাখিও স্মরণ।
এত স্বপ্নের ঘর বাড়ি সবুজ ধরণীর অজস্র স্বজন
ভালবাসার এই পৃথিবী তোমাকে বিদায় জানাবে
তুমি হও রাজা মহা রাজা ধরণীর জ্ঞানের রতন।

নিরব মাটির ঘরখানি শব্দহীন নিরবেই সময় মতন
জানাবে আমন্ত্রণ,
ক্ষণিক জীবন নদীর স্রোতের জল নিয়ে
ঢেউ তুলে মনে মনে কত আয়োজন।
লোভ আর উদাসী মনের অসীম স্বপ্ন ভেঙে
নিয়ে যাবে মাটির গভীরে
ছোট বড় আগে পরে আমির ফকির
সবাইকে যেতে হবে সুন্দর এই অবনী ছেড়ে
তুমি যতই হও এ ধরণীর মানিক রতন।
--------------------------
প্রকাশিত কবি কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রকাশিত আলোর ভোর পত্রিকায়।
--------------------------------