---ন্যায়ের অস্ত্র"
---দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
ঘরে ঘরে কাঁদে মায় জগত্ ভিজিয়া আছে
জলের সাগরে
পৃথিবী- অন্যায় চম্বনে শুষে করিয়া আদর
মায়েদের স্নেহের চোখ শোকে যে কাতর।
লোভীদের লোভের ছায়া আজ প্রতি ঘরে ঘরে
আত্মার আত্মীয় যোগ রীতিনীতি পবিত্র প্রীতি সবই গেছে মরে।
দ্বারে দ্বারে আমাদের চারপাশে ঘিরে-
আঁধারের স্তূপীকৃত স্তব্ধ পাহাড়
বিপদে পায় না কেহ পাছে কিছু চাইব ডরে
ন্যায়ের অস্ত্র বহে দুহাত ছড়িয়ে--
আমি সৃষ্টির সেরা মানুষ
পৃথিবীর কোনো কিছুই ডরাই না
বেশি থেকে বেশি মহান প্রভুর নির্ধারিত
সময়েই মৃত্যু হবে আমার।
আকাশ বাতাস চন্দ্র সূর্য
আমার কাছে কিছুই ভয়ের কারণ নয়
এই পৃথিবীতে আমার হৃদয়ে সব কিছুতে-ই
দেখতে পাই অবিকল,
অস্হায়ী পলকের স্বপ্নে আমি বিভোর নই।
সমুদ্রের তীব্র গর্জনও ভ্রান্তি জাগানিয়া ধ্বনি
তুলে বিলীন হয়ে যায়
তাই আমার গভীর হৃদয় অস্হায়ী কোনও কিছুই
স্হায়ী ভালোবাসে না।
ইচ্ছার কাছে ভয় ভীতি সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেই
শয়তানে হাতে পায়ে বেঁধে,
আমার শরীরের হৃৎপিণ্ড গুলো তখনই গর্জে উঠে
যখনই দেখি কোনো লোভীর ক্ষমতার দর্পে
নিরীহ কাউকে ছুঁড়ে মারে দয়াহীন হয়ে।
তখনই আমার হাতের অস্ত্র কালির ফিনকি দিয়ে
উল্কার মতো ছুটে যায়,আমার আপন খিয়ালের কাছে,
উচ্চ শিরে দাঁড়াই
রক্ত চোষাদের রক্তের প্রতিশোধ নিতে।
এ ভাবেই হৃদয়ে ন্যায়ের ন্যায্য স্পন্দন তুলে
অন্যায় ক্ষমতার দর্প বিলীন করিতে
ছুটে যাবে আমার ন্যায়ের অস্ত্র রুখে দিতে যতো অন্যায়
যতদিন বেঁচে আছি ধরণীর ধুলোমাখা ধরায়।
-----------------------------------------------
প্রকাশিত জনপ্রিয় সময় পত্রিকায়।
কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
------------------------------------------