----গোপন ব্যথার"
---দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
পৃথিবীর মানুষের কাছ থেকে আঘাত পেয়ে
আমি যে কতবার জখম হয়েছি,
কোনরকম অজস্র যন্ত্রণার ক্ষত নিয়ে বেঁচে আছি
তারপরও নিখিলের পথ ধরে নিজেকে টেনেটুনে
গন্তব্যের পথ ধরেছি।
চেনা আছে দিন রাত্রি চেনা আছে ভোর
আর গোধূলির ভৈরব ক্ষণ
কষ্ট যাতনা সহে আমি পরিমাপ করেছি এ জীবন।
অন্ধকার রাত্রির বুকছিঁড়ে আমি দেখেছি
ভোরের সূর্যের আবির্ভাব-
দেখিয়াছি আমি লোভী মানুষের ভয়াবহ রূপ-
ধনের পাহাড় গড়ে আনন্দে সদা উল্লসিত প্রাণ।
আবার জীবনের অন্ধকারে দেখেছি- চাঁদের আলো পড়ে করিতে বিদ্রূপ-
দেখিয়াছি জীবনের সুখ লোভে মানুষের সমুদ্র গর্জন দেখিয়াছি ক্ষণিকের জাগাতে বিস্ময়।
এপারে আসেনি কেহ চিরদিন করিতে উত্সব
শেষপ্রান্তে এসে দেখে সাথে নাই পথের সঞ্চয়-
নিজের ব্যথা সহে সহে জড়িয়ে গেছি পরের ব্যথায়।
আমি জানি চলে যাব কোন একদিন-
চলে গেলে ফিরিব না নব দৃষ্টি কে করিবে দান,
অন্তহীন জটিলতা দূর করে মানুষ মানুষের জন্যে
রেখে যেতে চাই মধুর আলিঙ্গন।
শোনো সবাই ভাই বন্ধু আত্মীয় স্বজন
এই পৃথিবীটাই একে অপরকে ভালোবাসার গৃহ প্রাঙ্গণ।
ভাগ্য প্রসন্ন আজ শোনো ওগো প্রবাল সুখসহচরী
বসুন্ধরা ভালবাসায় মজিয়ে কবি আদরে যে চুমি
দীর্ঘ ত্যাগে শান্তমনে গড়ে দিলাম শান্তির দীর্ঘপ্রাচীর আশা করি প্রতিমনের যন্ত্রণার-
বজ্রকীট- দূর হবে গোপন ব্যথার।
----------------------------------------------------------
প্রকাশিত কবি ও
কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
-------------------------------