------গোপনে গোপন"
----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
আমার প্রেম ভালোবাসা চারিদিকে-
গগনের ছত্রেছত্রে ধ্বনি শুনি ক্রন্দনও তোমার।
তোমার দুঃখ হেরি হৃদয়ে যে কতব্যথা
ক্ষনেক উতলি দেহে উঠে-যন্ত্রণার অবিরত জ্বর,
নিস্পলক চেয়ে থাকি,চোখে দেখে নির্মোক তনু-
আঁখি ভরা পরিপূর্ণ জলে ভয়ঙ্কর।
অজস্র প্রেমের লাশ পুড়ে যদি দিনে রাতে-চন্দন চিতায়-
সুরভিতা-কবিরের লাশ নিয়ে হৃদয় বিদরী দেহে-
কবরে শোয়ায়।

যেমন বাড়িটি ছিল,আজও আছে-ঘর আছে-
পোড়া কাট পুড়ে গেছে-
জ্বলে পুড়ে প্রেমের অজস্র লাশ
হয়ে গেছে একমুঠো ছাই।
দুর হতে এখনও যে ভেসে আসে দুই নাকে
শবের সৌরভ কষ্ট পাই---
তবুও আমি  দেখি তুমি আছো অন্তরে আমার-
কোন্ ভয় নাই।
সুরভিতা? আঁখি মেলে চাও সম্মুখে তোমার
তুমি যদি চেয়ে দ্যাখো এসে গেছে পূর্ণিমারাত
সীমাহীন ভালোবাসা আছে মোর হৃদয়ের অন্তরালে
নিত্য সদা নৃত্য করে তুমি বিনে-নিভে আর জ্বলে।
সোনাদানা মুক্তার হার পড়াবো গলায়
আমার প্রেমের থলি পূর্ণ আজ কানায় কানায়
হেরিয়া প্রফুল্ল হবে বসন্তের শোভায়।
জানি আমি সুখি হবে এতো ভালোবাসা পেয়ে
দখিনা বাতাসে হেলে হইবে আকুল-
আনন্দ প্রকৃতি বেশে থাকিবে ব্যাকুল।
সুখের কলতানে গাহিবে প্রেমের সঙ্গীত
আশাকরি ফিরেএসে,নবরূপে নৃত্যকরি-করিবে বরণ,
হৃদয় গভীরে আছে যাহা গোপনে গোপন
মিলেমিশে রাত্রির আকাশে মোরা করিব রোপণ।
কতই অপূর্ব শোভা সময়ের প্রেম-
সবই মোর স্বপ্নেদেখা প্রেমের দৃশ্যপট?
পবিত্র প্রেমের নাহি হবে ক্ষয়- পুরাতন নবীন যৌবন
সুরভিতা আজোও ভুলিনি----
মিলন মধুরও স্মৃতি এ প্রকৃতি রাখিবে স্মরণ।
------------------------------------------
প্রকাশিত--
কবি কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
---------------------------------