----------প্রতিধ্বনি তুলে "
-----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
ভালবাসা চাও যদি দিতে পারি আমি
চোখা চোখি লজ্জা ভুলে হৃদয়ের চিরন্তন-
এমুখে হাসি নিয়ে-
উত্ফল্ল হৃদয়ে এসো-সবিনয়ে একান্ত নিভৃতে-
আকাশ নক্ষত্র যখন নিমগ্ন ঘুমে অচেতন।
ভালবাসা পাই যদি তবে যে দিকেই চোখ যায়
চলে যাব যত্ন করে দীপ্তমান অবশিষ্ট আবরণ খুলে
মোহনীয় দেহলতা ছন্দময় করে।
চলে যাব ইচ্ছার বিলাসে
সন্ধ্যার গৈরিক দীপ জ্বেলে প্রজ্বলিত দেহে।
সঞ্চারিত অভিলাষী এসো
নদীর স্রোতের মত নাগ বিষ নিয়ে
বেদনা সব ঝরে উড়াইয়া দিব বৃষ্টি ভেজা বাদল দিনে।
ভালবাসা পাই যদি কাব্য হয়ে সুর দিব
রাতের রঙ তুলি প্রতিধ্বনি তুলে।
ছন্দিত ঘর্ষণে ক্রমাগত পৌঁছে দিব ঘুমের স্বাদ
এ তো চিরঞ্জীব চির সত্য ভালবাসা-বিশ্বাস করো
নয় তো প্রবাদ ।
------------------
কপিরাইট-লেখক
কর্তৃক সংরক্ষিত।
প্রকাশিত জনপ্রিয় আলোর ভোর
পত্রিকায়।
-------------------