বিরহ বেলা"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
----------------------------------------------------
তুমি কি সাগর জলে এখনও আছো দাঁড়িয়ে?
যেথায় আলোক আঁধারে মিতালি করে
চিরায়ত করে খেলা--
জানিনা কবে ভিড়ে মোর ভেলা।
সন্ধ্যা জোনাকি এখনো কি জ্বলে?
চামেলি সুবাস আলো মুখে ঘুরে ঘুরে---
দখিনা বাতাস মোরে খুঁজি খুঁজি যদি আসে ফিরে
পথেরও আঁধারে তোমার অবয়বে জ্বালিয়েছি --
দীপ শিখাটিরে।
হাত দুটি দাও এখনি বাঁধিব ফুলডোরে--
ওগো বন্ধু দাঁড়াও------
বিগত দিনের বিরহ বেলা পড়ে থাক অনূঢ়া কুটিরে।
------------------------------------------------------
প্রকাশিত
কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক স্বত্ব-কর্তৃক সংরক্ষিত।
---------------------------------