---- প্রার্থনা
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
---------------------------------
তুমি রহমান তুমি রহিম ওহে দয়াময়-
কে আছে তুমি ছাড়া বন্ধু আমার- হইবে সদয়,
করুণার সাগর আল্লাহ- তুমি করুণাময়
সুখেদুঃখে ডাকি প্রভু কর পরিত্রাণ।।
পাপের বোঝা মাথায় নিয়ে ঝরিছে হৃদয়
তোমার সৃষ্টির নাদান বান্দার কি হবে উপায়-
তুমি রাহমান তুমি রহিম তুমি ছাড়া কেউ নেই
কে দিবে সান্ত্বনা?
দয়াল বন্ধু আমার সব'ই ত' জানো
আমার মনের যন্ত্রণা।।
কত পাপ করিয়াছি সংখ্যা নাহি তার
মাপ কর ওগো দয়াল-
তোমার দয়া ছাড়া কূল নাই কেমনে হব পার।।
তুমি রহিম তুমি রহমান-তোমার দয়া অসীম অতুল-
একটু দয়া দিলে আমায় নিশ্চয় পাব বুঝি কূল।
ওগো দয়াময়- তুমি মেহেরবান--
শয়তানের ধোকায় চিত্ত ডাকিতে জানিনে
ঘিরে আছে চারিদিকে দ্বিগুণ প্রবল
প্রতিমুহূর্তে ডুকে করে বিহ্বল।।
তুমি রহিম ও রহমান তুমি দয়াময়, এ বিপদে--
বিপদ মোর কর নিরসন-- দয়ার সাগর
প্রতিক্ষণে তোমায় ডাকি হইয়া কাতর।।
বলবুদ্ধি হারিয়ে-দেওয়ান বাসিত হয়ে দিশেহারা
সাগরে তরণী ভাসে কে আছে আর বন্ধু আমার
তুমি দয়াল বন্ধু-- তুমি রহিম ও রহমান ছাড়া।।
------------------------------------------------
প্রকাশিত কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।