মাতৃভূমির টানে"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
--------------------------------------------------
আকুলিবিকুলি বিদেশের মাটি অথচ মনের ক্ষোভ'
কতো মায়া ফেলে এসেছে কবি মাতৃভূমির টান-
চারিদিকে ঘুরে ফিরে ভ্রমণবিলাসী মানুষের প্রাণ।
অচেনা পথে পাইনা শ্রাবণেতে কিশোরীর ছায়ামুখ-
উত্তাল রাত্রির অন্ধকারে শূন্য পাথরে বেশামাল সুর
প্রিয় মাটি দেশ সৌরভ ছুঁয়ে খু্ঁজি'অগাধ হাওয়ার সুখ।
যেদিকে চাই শুধু একা পথ শুধু একা চলে যাওয়া-
কোনদিন পড়িনি খবর, কোনো নগরীর পথচলা
শুনেছি চারিদিকে কুন্ঠা সরব মায়াবীর ছলাকলা।
সকালবিকাল রাত্রির মতো একা যেন দ্বিধাহীন-
তবুও রক্তে মিশে আছে দেশের ভালবাসার টান
প্রাণে'প্রাণ নাই একাকী অচেনা পথে মনপুড়া প্রাণ।
গোপন সম্বায় ভাববিলাসীর ছলনার ডাকা ডাকি
অচেনা দেশে অন্তর কাঁদে,জানালায় টেঁকাই মাথা
পৃথিবীর প্রান্তরে চেয়ে দেখি মায়াভরা মানুষের ক্ষোভ
রাত্রির গভীরে জেগে রই-একা জীবনের পেয়ে ব্যথা।
দেখা পাইনা দেশের উজ্জ্বল দুপহরের রোদেলা উঠান-
যে লোভ প্রভাতে যে লোভ দুপুরে সব পরিচিত রাত্রির,
যে লোভ খোঁড়ে অন্তরে ঢেউখেলানো জলের বান-
এই জীবনের খুশীহিন স্বর বারবার টানে অতৃপ্ত প্রাণ।
-------------------------------------------
প্রকাশিত কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।