প্রেমময় ভারে নত"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
----------------------------------------------
ওগো প্রাণও সখী বসিয়া সাগর কূলে-
সাগর পানে চেয়ে কি ভাবিছ মনেমনে?
কি কারনে ঝরে জল হৃদয়ে গোপনে?
বলো? কি করে লুকাবে তুমি,দেখি যবে-
কালো ছায়া-দুঃখ দেয় চাঁদ বদনে।।
বলো তুমি-ওগো সখী বলো-মন খুলে বলো-
কেন এতো আঁখি জল হৃদয়ও গোপনে?
পাহাড় সম ব্যথা নিয়ে---
হৃদয়ে পুষিছ বুঝি প্রেমেরও অনল---
তোমার দুঃখে কলিজা পুড়িয়া ছাই মোর হৃদিতল।
দেহের ভিতর রক্ত নাচে মৃত্যু বুঝি এই আসে------
ভীষণ ও গরল।
জীবন সিন্ধু নদী জলে কাঁপে থরথর----
ও সখী তোমার দুঃখে দুগ্ধ হই নিরবে যাতনা স'ই
অন্তরে ঢেউ উঠে ঝরে চোখের জল।।
হৃদয়ে পাথর রেখে হৃদয় ও অনল---
কে আছে বলো আর তুমি ছাড়া বন্ধু আমার
এই বিশ্ব ভূমন্ডলে?
তারা আছে চাঁদ আছে তোমারে বাসে না ভালো,
আমার থেকে কে আর বাসিবে ভালো বসিয়া বিরলে।
নিশিতে নিশিতে জুড়াই কতো আনন্দ কাতরে-
ওগো আমি ছাড়া কে আছে আর-
সুখদুঃখে ভালোবেসে,পূর্ণ করে জল-আনন্দ সাগরে।।
তারপরও কেন এতো দাবানল তোমার অন্তরে---
নৈরাশ বেদনা যতো,ঝেড়ে ফেলে ---
স্বহৃদয়ে জাগাও অন্তর----
ওগো সখী নিঃস্বার্থ প্রাণে ফিরে এসো---
দেওয়ান আব্দুল বাসিত,প্রেমের বাসনায়----
ঢেলে দিব আনন্দ বারি নিশিকালে করি জাগরণ।
প্রেমময় ভারে নত তুমি আমি মিলে মিশে
সুখের স্বপনে যতো সুধা রাশিরাশি---
সাজাইব পৃথিবীর তরুলতা করিয়া যতন।।
----------------------------------------------
প্রকাশিত
কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক স্বত্ব কর্তৃক সংরক্ষিত।
-----------------------------------