-----ভালোবাসা আছে কিনা নাই"
----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
---------------------------------------
পৃথিবীতে ঘুরে ঘুরে দেখি আর চাই
ভালোবাসা আছে কিনা নাই,
রহস্যে ঘেরা সাগরে ভূদরে জলে
উপরে নিচে চারদিকে তাকাই
গ্রাম থেকে গ্রাম ছেড়ে,
খুঁজতে গেলাম ভালোবাসা,সমৃদ্ধ নগরে
নগ্ন শরীর থেকে বায়ু জল ঝরে।
গেলাম উপরে চলে যেখানে চাঁদের চারদিকে
প্রেমের চোখে চেয়ে হাসে তারায় তারায়
ভালো করে তাকালাম একবার উপরে।
আরেকবার নিচে,
জিজ্ঞেস করলাম সব তারায়,
ভালোবাসা আছে কিনা নাই?
আমার প্রশ্ন শুনে একটি তারা
ঘোরলাগা মনে থমকে দাঁড়ায়
ডানে বাঁয়ে ভালো করে দেখে আর
মোর পানে চায়।
তাই মোর মনে হলো বলে দেখি
হয়তো যদি খোঁজ মিলে যায়
ভালোবাসা আছে কিনা নাই।
উজ্জ্বল সুন্দর তারার পাশে বসে তাকে সুধাই
তখন সে বলে এসো,তুমি আমি একমনে
প্রেমের গান গাই,
সেটা যেন না,দেখে সবাই।
প্রেম দিবে মন দিবে তার কাছে যা আছে,
দিবে সব ঠাই,
বলে কি,এতো সব ছলনা সে তো ডুবে যাবে ভাই
ক্ষণিকের ঠাঁই।
বড় প্রয়োজন ছিল ভালোবাসার
পৃথিবীতে ঘুরে ঘুরে দেখি আর চাই
ভালোবাসা আছে কিনা নাই।
উত্তর গভীরে দেখি শুধু বিনিময়
জনমানবের ভীড়ে শকুন শকুনিরা
একে অন্যের মাংস ছিঁড়ে খায়
প্রেমের মর্যাদা আজ বিলুপ্ত ছাই,,
চেয়ে দেখি পৃথিবীতে ভালোবাসা নাই।
------------------------------------------
প্রকাশিত-
কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
-------------------------