মাটির কবর"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
সুখ দুঃখ ছুঁয়ে ছুঁয়ে শ্বাসবায়ু আসে যায়
নিজেই এখন আর নিজেকে চিনতে পারি না
সবকিছু মনতাপে অনুরাগ ঝরা,
আমি যে নিঃসঙ্গ বন্ধু এই পৃথিবীর ঘরে সর্বত বন্ধুহারা।
ভালোবাসার আনন্দে যেখানে মানুষের জীবন শুরু
ভালোবাসা পাবো বলে পৃথিবী ঘুরে ঘুরে
জীবন হয়েছে সারা।
নিয়তির পরিহাস
ওহ,তুমি নাকি ভালোবাস আমি মোটেও বিশ্বাস করিনা
পৃথিবীকে ভালোবাস বলেই আমাকে পাওয়ার
এ তোমার পরম কামনা।
যেখানে সারাক্ষণ নিজের শরীর নিয়ে থাকো বেছবর,
আর আমার সমস্ত শরীর ভালবেসে
জড়িয়ে আছে পবিত্র দাফনের কাপড়।
তুমি যতই বলো ভালবাসো-মোটেও ভালবাস না
আমি দেখতে পাই,
দুনিয়ার লোভে তুমি আখেরের বেখবর-
আর আমার জন্মথেকেই আমাকে ভালবেসে
চেয়ে আছে অনন্ত জীবনের মাটির কবর।
------------------------------------------------------
প্রকাশিত জনপ্রিয় সমাচার পত্রিকায়।
প্রকাশিত কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
-----------------------------------------------