সোনালী পত্রে"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
--------------------------------------------------
হে গর্বিত বাংলা ভাষা সংস্কৃতির অবরোধে হীনমন্যতায় এতো দুঃখী হয়ে দিনে দিনে কি তুমি হারিয়ে যাবে?
ক্রমাগত শুনি আর দেখি ভাষার ভান্ডারে দুর্দশার চিহ্ন
দুর্বল চর্চার শব্দেরা বিষণ্ণতায় ঘুরপাকে ঘুরে নিয়ে বাংলার বাতাস।
প্রভাতের আলোর সৌভাগ্য সৌরভে গভীর থেকে খুঁজতে চায় না শব্দরাজির উৎসমূলের উত্সর্গতায়
তাই বুঝি বাংলা শব্দেররা ব্যাকুলতায় প্রগাঢ় অনুভবে
শরীরে আঁছড় কাটে নিঃসঙ্গ হয়ে বিদেশি ভাষার স্পর্শে।
বাংলার পাহাড় পর্বতে আকাশে বাতাসে লুকিয়ে যাচ্ছে
সুপ্তি নিমগ্ন বাংলা শব্দের মুক্তোর মালার নিপুণ রশ্নি
যে বাংলার কবিরা শব্দের প্রচ্ছন্নতার মধুর ঝংকারে
মাতাল করে দিয়েছিলেন সমস্ত ধরণী।
সেই রেশমি স্নিগ্ধ শব্দের মালা বিনাশ প্রয়াসী শব্দের
ধ্বংসতায় চারদিকে ভাটা পড়ে করুণ জলে ভাসিয়ে
নিয়ে যাচ্ছে আকাল দিগন্তে।
ভাষার প্রেমিক যারা শব্দের অকূল সমুদ্রে দিন রাত্রি
মাতৃভাষার চর্চায় কিশতি চালিয়ে সেই পূর্বের স্বপ্নে,হে কিশোর কিশোরী মনোযোগী হও নিজের প্রাণের ভাষা
পৌঁছে দিতে বাংলার নিজস্ব ঘরে।
আবারও স্মৃতির শব্দ প্রসূনে বাংলার জমিন
সুরভিত হবে বিশ্বাসের সোনালী পত্রে।
-----------------------------------------
প্রকাশিত
কবি ও কবিতার ওয়েবসাইট।
জনপ্রিয় সময় পত্রিকায়।
লেখক স্বত্ব কর্তৃক সংরক্ষিত।
----------------------------------