আলোর ভোর"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
---------------------------------------
সারারাত্রি ঘুমিয়ে ছিলে শ্বাসের ঘরে দেহের ঘোর
ভাগ্য গুণে জাগতে পেরে দেখলে ধরার শুভ ভোর।  
আলোর ঘরে মন আনন্দে কবর ভুলে আছো বিভোর
ওরে দেওয়ান আব্দুল বাসিত তোমার? ঠুনকো কাঁচের দেহ কখন ভেঙে যাবে।
শ্বাসের ঘরের কি ভরসা কালকে হয়তো এই দুনিয়ার আলো ছেড়ে যাবে চলে অনেক দূর- ক্ষণিক জগত্ মিথ্যা মায়া দেখবে না আর আলোর ভোর।
----------------------------------------
প্রকাশিত কবি ও
কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
-----------------------------------