----বাসনা
--দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
---------------------------------------
মুয়াযযিনের কণ্ঠে শুনে সুমধুর আযান
আকুল করিয়া মন প্রাণ- ও মন-
মহান প্রভুর কাছে নীচু হয়ে করো আরাধন
প্রাণে প্রেমের আবেশ নিয়ে অন্তরে অন্তরে করো
গভীর প্রেমের অন্তর আলিঙ্গন।
তবেই তোমার মাটির দেহে ফুটবে প্রেমের ফুল-
অন্তরেতে প্রেমের সাধন মিলবে যে চন্দন
পাইতে হলে জান্নাতের দরজা
জায়নামাজে সেজদায়-
অন্তর লাগাইয়ারে মন করো নামাজ রোজা।

জগত্ লোভে মত্ত হয়ে কিসের অহংকার
মৃত্যু এসে কেড়ে নিবে হবে ছারখার।
ঘুমাইয়া থেকো না মন করি যে বারণ
কিসের জন্যে মজে আছ কাহার ও কারণ
অচেতন হয়ে ঘুমে রবে কতকাল-
মরন এসে ভেঙে দিবে সব মায়া জাল।

মৃত্যুর ভয় রেখে- ধ্যানে আর জ্ঞানে,
লোভ মোহ ছেড়ে দিয়ে হও সদাচার
নিরক্ষিয়া দ্যাখো ক্ষণ নিখিল সংসার।
মহান আল্লাহকে ডাকিলে শান্তি পাবে
দেহের ও ভিতরে-
কেন তবে মরো তুমি দুনিয়া দুনিয়া করে।
মনের ভিতর ঘুমাও রে মন মুদিয়া নয়ন-
জায়নামাজে সেজদায় মহান প্রভুর সঙ্গে
করহ মিলন। দেওয়ান আব্দুল বাসিত-
তখনই এ জন্ম ধন্য হবে-পাইবে রসনা-
মরিলে ও সার্থক জীবন-পুরিবে বাসনা।
------------------------------------------------
প্রকাশিত জনপ্রিয়- সমাচার-পত্রিকায়
কবি ও কবিতার ওয়েবসাইট  প্রকাশিত।
লেখক কর্তৃক সংরক্ষিত।
------------------------------------------------