-----চল সখী চলো যাই"
-----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
উজ্জ্বল প্রাতে উজ্জ্বলতা এনে
তুলে নিবো ফুল যদি প্রভাতের তরে
রশ বর্ষণ শিহরণ তুলে -
কলকল শব্দের স্পর্শে সখী
বাঁধনও খুলিয়া এসো।

শিরিন বেণিতে জড়ায়ে দিব ফুল সোহাগও ভরে
চাহিয়া দেখিব রূপ সুন্দর এ প্রভাতে-
মিশাইব প্রাণখানী গগণও পাড়ে,

দাঁড়ায়ে হৃদয় ভরে হেরিব মাধুরী
উঠিবে জ্বলিয়া প্রাণ আলো জ্বলমলে
দেখিবে নগরবাসী দাঁড়াইয়া সবে-
তুমি আমি প্রাণে-প্রাণ অগভীর জলে।
দেখি সবে এতো প্রেম কি কহিবে সকলে
চল সখী চলো যাই ফিরে যাই নীড়ে।
----------------------------------------
আলোর ভোর-
পত্রিকায় প্রকাশিত।
প্রকাশিত কবি, কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
---------------------------