------পৃথিবীর শৃঙ্খলা ভেঙ্গে গেছে"
-----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
নগরে নগরে তাণ্ডব সমস্ত বেঈমান'
মানবতা সবকিছু হত্যা করে মানুষের পরিচয়ে--
অন্ধকার খুঁজে তাঁর অসভ্য শরীর---
বিবেকীর লগ্ন ভেঙ্গে দুরাগত বয়সের নীচে
ভালবাসা মুখে বলে গোপনতা পড়ে থাকে অন্তরে।
সবত্র লুটেরা ঘুরে-দেহে শুধু বেঈমানের ছবি-
কিশোরী রাস্তায় পড়ে যৌবনও তেতুলের ফল,
বহুদিন দ্যাখেনি সে বহু বছরের মৃতপ্রায় রমণীর মুখ।
মনে তাঁর তৃষ্ণাভরা নর্দমার কীট---
রক্ত নিয়ে সুখ পায় এ যেন পশুদল
যেখানে জন্মেছে ওরা আলোহীন হয়ে
এ কোন অসভ্যতা চলেফিরে শুধু আনে পশুরী ছায়া।

শুধুই প্রতারণা ধূর্ত শৃগালের মতো
মনে নেইকো ভয়ভীতি নেই ভয় মরণের--
লোভ দৃষ্টি নিয়ে চলে শয়তানের রূপ জেনে
যেমন পানিতে ঘুরে ভবঘুরে বেদেদের বেশ,
আলোহীন হয়ে আছে সমস্ত পৃথিবীর কিছু অসভ্য দেশ।
অনুশোচনা নেই অগণিত কিশোরীর রক্ত খায় স্তন যোনী আর শেষ------
অপরূপ পৃথিবীর শৃঙ্খলা ভেঙ্গে গেছে---
মানুষের হৃদয় জুড়ে ক্রন্দনের তিক্ত কালো উত্তপ্ত রোল।
এমন বিবর্ণ কষ্ট রেখে যায় কিছু অসভ্য মানুষ।
--------------------------------
প্রকাশিত কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।