-------আদমের প্রথম যৌবনে"
-----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
ন্যায়ের আঘাতে আকাশ উদ্বেলিত করে
চন্দ্রের পাহাড় জয় করে উড়ে যাও সত্যের সন্ধানে
হে পৃথিবীর যুবক যুবতী জাগো
কোটি কোটি মানুষের অশ্রুগলিত চোখের স্বপ্ন নিয়ে
জাগ্রত হও আদমের প্রথম যৌবনে।
অন্তহীন বাসনায় মনের আনন্দে পূর্ব পশ্চিম জুড়ে
ন্যায়ের জ্যোতির আলোয় উদ্ভাসিত মহিমায়
এগিয়ে চলো প্রথম স্নান করে
সীমাহীন গভীর সমুদ্র জয়ে
পৃথিবীর দিগন্ত জুড়ে জাগো।।
যে সময় হারিয়ে গেছে ভুলে যাও
দুফোটা শিশির বিন্দুর তরে।
গোলাপ কুঁড়িয়ে নতুন সূর্যের স্বর্গ আলোয় জাগো॥
প্রাণঘাতী মানুষের শ্বাস ছিন্ন করে।
অকাতরে ন্যায়ের আঘাতে চূর্ণ করিয়া আকাশের গায়
লিখে দিয়ে আস জয়গাঁথা কাব্যলোকে,

ন্যায়ের জোয়ারে তামাম দুনিয়া মদিত করিয়া জাগাও
তারায় তারায় জপে যেন ধরণীর নাম
আনন্দ যেন বহে আনে প্রতি মানুষের ঘরে ঘরে॥
হে পৃথিবীর যুবক যুবতী জাগো॥ নিবিড় স্নেহে সুরভিত
হবে অঙ্গ-শুভ্র আলোর ভোরে,
তোমাদের ইতিহাস লেখা হবে বীরের খ্যাতির
স্মৃতির চিহ্ন গভীর সমাদরে।
------------------------------------------------
প্রকাশিত জনপ্রিয় এক্সপ্রেস পত্রিকায়
প্রকাশিত কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত
-----------------------------------------------