---অবুঝ প্রেম"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
------------------------------------------
পথে যেতে যেতে শহরে বন্দরে কিংবা
সাগরের জলে-দেখা হয় যদি
মাছেদের পিটে বসে পার হবো নদী।
ওপারের সুখ যত সাথে করে নিয়ে
অন্তরের তৃপ্তি ভরে রহিব যে-চেয়ে।
সুখ তুমি বড় সুখ সাগরের দ্বীপ
ধরিবার আশা নিয়ে ফেলেছি বরশীর ছিপ।

যদিও গহীন সাগর তলে তোমাদের বাসা
জাল ফেলে তুলে নিব কিছু ভালোবাসা।
ঠিকঠাক সব সুন্দর অপূর্ব বেণী ভরা চুল
স্রোত হয়ে চলে গেলে ভেসে যাবে জল।
পরিচয় পেয়ে দেখি গহীন সাগর -----
ডুব দিলে মরে যাবো,সে আসলে পর।
অবুঝ,কত পাখি ডুবে মরে দুরন্ত সমীর
রাক্ষসী সাগরে আছে অগণিত তরুণী কুমির।
--------------------------------------------
প্রকাশিত ----
কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক স্বত্ব,কর্তৃক সংরক্ষিত।