শাওনে বাদল নামে ঝমঝম বৃষ্টি,
মাধবীর ফুল মোর জোড়ায়েছে  দৃষ্টি।
মিথি মিথি গন্ধে মন গেছে ভরে।
হররোজ এই বেলায় অদূরের ঘরে
বাজে হরদম রুমঝুম পায়ের নূপুর,
তাই শুনে কাটে মোর উদাস দুপুর।

কে সে নাচে সেথা উথাল পাতাল,
দেখে যেন মনে হয় বদ্ধ মাতাল।
কারে যেন কাছে চেয়ে পায়নি শেষে,
তাই হররোজ গান গায় মনের বিষে।
কাছে গেলে গলা ছেড়ে দেয় শুধু যুক্তি—
মৃত্যুর আগে নাকি নেই তার মুক্তি।

ঝমঝম হরদম বৃষ্টিমাখা দুপুর বেলায়।
মাধবীর ফুলগুলো মেতেছে খেলায়।
মনে ধরে ছুঁই তারে, তুলে এনে ভরি মোর ঘর।
তুলি না, পাছে মাতাল হই; এই মোর ডর।
সুরবালার সুর যেমন হারিয়ে গেছে,
মাধবীর ঘ্রাণও জানি, হারাবে পাছে।