তোমায় আমি পাই না ছোঁতে একটিবারও
তোমাকে আমার ছোঁয়ার প্রবল ইচ্ছা মনে;
অথচ ফুলের সুবাস, ধরণীর বাতাস,
প্রতিদিন তোমায় যথেচ্ছা ছোঁয় ক্ষণে ক্ষণে।

আমার কেমন হিংসে হয় গাছের সাথে,
পাখির সাথে; তোমার কণ্ঠ আমি খুঁজি।
অথচ গাছগাছালি পাখপাখালি
আপন মনে তোমায় শুনে রোজ-ই।

দিন বয়ে যায়, মাস চলে যায়
তোমাকে আমার হয় না দেখা কখনই;
অথচ রাস্তাঘাটে, কলেজ-মাঠে
কত শত মানুষ তোমায় দেখে নিত্যই।