সেইদিন নিরালে দুপুরে গাছভরা বনে
হাটিতেছি দুইজনা আনমনা মনে।
হঠাৎ বলিল সে— আমার গাছ ভালো লাগে।
আর আপনার? আপনার কী ভালো লাগে?

চুপচাপ রহিলাম, কোনো কথা নাই।
ইশারায় বলিলাম সম্মুখে যাই।
সম্মুখে অশোকের লাল ফুল দেখি,
কী যেন ভাবি আঁখিতে আঁখি রাখি,
উঠিল বলি— আমার ফুল ভালো লাগে।
আর আপনার? আপনার কী ভালো লাগে?


রহিলাম চুপচাপ, সব বলা যায় না।
অশোকের, মহুয়ার এই বনে মনে মনে ভাবনা;
কেমনে বলিব তার দুই বাহু ধরে—
ভালো লাগে মোর কেবলি তোমারে।
মহুয়ার গাছ বেয়ে মাধবীর ঠাঁই,
তেমনি তোমায় আমি ঠাঁই দিতে চাই।