বাড়ির আঙিনায়, ঠিক এভাবেই বাঁচতে চাই।
দুঃখ সব ভুলে গিয়ে, এক গাল হাসি নিয়ে,
অপলক নয়ন মেলে, কেবল তোমাকেই দেখতে চাই।
এক নিশিথে, দুজন দুয়ের বালিশ হব।
পূর্ণিমাতে উঠান মাঝে শীতল পাটি বিছিয়ে দিয়ে,
গল্প-গাথায়, গান-কবিতায় দুজন দুয়ের হাসি হব।
দিন চলে যাক দিনের মনে, রাত্রি হলে খুলব ঝুড়ি।
যা কিছু হোক মনের মাঝে, দুজন মোরা সকাল-সাঝে,
বলব কথা আপন মনে, করব খালি কথার ঝুড়ি।
ভুলভ্রান্তি হতেই পারে, ভুলরে মোরা শুধরে নেব।
হাতের মাঝে হাতটি রেখে, দুজন দুয়ের হাসি দেখে,
ক্লান্তি তুলে ভ্রান্তি ভুলে হৃদয় মাঝে হৃদয় নেব।
প্রাণ যায় যায়, বৃদ্ধ কালে কোথা নাই ঠাঁই।
জীর্ণ শরীর মোর, দেহে নাই জোর,
অসাড় দেহের তবু, তোমার বুকে হয় যেন গো ঠাঁই।