জাফরানি রঙের শাড়িতে মোড়ানো দেহ,
দেখছি যাকে পুরাতন নয়, যেন নতুন কেহ।
সোনালি কপোল, কালো চোখের মায়াবী চাহন,
দুধসাদা তার হাতের উপর নতুন গড়া সোনার কাঁকন।

এই রূপে আয়নায় নিজেকে সে অনেক্ষণ দেখছিল।
আগুনের উপর বরফের স্তুপ করে করে মন সাজাচ্ছিল।
চোখদুটো তার আপন চোখের পানে স্থির দৃষ্টিতে
ভেজাচ্ছিল আমাকে মন-আকাশের বৃষ্টিতে।

নিযুত কোটি পাখির ভীড়ে, আমার মনের নীড়ে
বারংবার আমার কেবল তাকেই মনে পড়ে।
ঠোঁটের কোণে উষ্ণ হাসি; হাজার রকম খাম খেয়ালি।
কোমল দেহে বুকের উপর লালচে আভা; সুন্দরী সাহেলি।

আরও কিছুদিন যদি বেঁচে থাকতাম পৃথিবীর পরে,
সাহেলির মুখখানি দেখতে পেতাম তবে ভালো করে।
একটু আগেই সে দূর আকাশে ছুটে গেল উড়ে,
চলে গেল ভিন্ন কোনো দেহে এই মৃতদেহ ছেড়ে।