এখনো সাদা শার্ট গায়ে আসি,
যাত্রাপথে স্টেশনের বেঞ্চে বসি।
          আমার চোখ দুটি খুব দ্রুত চলে তোমার খোঁজে।
এখনো আমার আশা জাগে,
তুমি আসবে আমার আসার আগে,
          স্টেশনের প্লাটফর্মে দেখবে আমায় চোখ বুজে।
সাদা শার্ট গায়ে আমি প্রায়ই ঘুরি-ফিরি,
তোমার বাড়ির পাশে, যাতায়াতের পথে তোমার খোঁজ করি,
          তবু আমি কোথাও তোমার দেখা পাই না বহুকাল।
অন্তত সেদিন এসো রাস্তায়,
যেদিন কোনো এক গাড়ির ধাক্কায়
          তোমার প্রিয় এই সাদা শার্ট আমার রক্তে হবে টকটকে লাল।