তোমাকে বেসেছি ভালো হাজার বছর হলো।
এর মাঝে কত গ্রীষ্ম, বর্ষা, শীত কেটেছে! কত জ্বলেছে আগুন!
এখন সেজেছে বসন্তকাল, ফুটেছে শিমুল লাল।
তোমার খোপায় গোঁজা কাঠগোলাপের ঘ্রাণে এসেছে এক শকুন।

সাবধানে থেকো ওগো প্রিয়া, সাবধানে রেখো তোমার হিয়া।
বাহির পানে ঘুরো না বেশি, বলো না কথা কারো সাথে খুব বেশিক্ষণ।
আগুন চোখে ধারালো নখে শকুন উড়ছে,
সুযোগ পেলে ঠোকর দিবে, কাঁদিয়ে যাবে, ভেঙে যাবে কচি মন।

তোমার কোমল হৃদয়, দিচ্ছি অভয়, করব আমি জয়।
ভালোবাসার পরশ মাখা হৃদয় আমার করব তোমায় দান।
আর কটাদিন সবুর করো, ধৈর্য ধরো, খেয়াল রেখো
তোমার হৃদয় যেনো না হয় চুরি; সাবধান প্রিয়া সাবধান।