প্রিয় রণবীর,
মহাবীর হয়ে বিজয়ের বেশে ফিরে এসো ঘরে।
পরে পস্তাতে না হয়, কেন পিছিয়ে গেছি জালিমের ডরে।
জানি হারবে না,
পারবে না কেউ ফেরাতে তোমায়, তুমি টগবগে রক্ত।
শক্ত তুমি; প্রাচীর ভেদী বর্ম তুমি; তুমি স্বাধীন; মুক্ত।

হে আলোক মশাল,
হাল ছাড়বার হৃদয় তোমার নয়; তুমি প্রস্তুত মরবার।
বারবার তুমি প্রাণ দেবে; বেঁচে উঠবে তুমি আবার।

প্রিয় রণবীর,
অধীর হয়ে বসে আছি আমি, চেয়ে আছি অপলক তোমার পথে;
সাথে আমি যাইনি বলে, হতাশ হয়ো না তাতে।
আমি তো কাপুরুষ,
সুপুরুষ তুমি; তুমি বীর; তুমি টগবগে বীর।
অধীর হয়ে তাকিয়ে আছি; বিজয় ছিনিয়ে আনো, মহাবীর।