কুয়াশার শেষে আলোর বিকেলে,
শহরের কোলাহল ফেলে
আবার যদি ফিরি আমি রাজ সিংহাসনে।
ওগো মহারানি, তোমারে
রাজ আসনের পরে
দেখব কি ঠায় অপেক্ষায় আমার পথপানে?

তবে জেনে রেখো ওগো প্রেয়সী,
সব ভেঙে ঝড় হয়ে আমি আসছি।
আরেকটুক্ষণ রও বসে চুপ করে।
আকাশে উঠবে চাঁদ,
নিরাক পাড়া মধ্যরাত,
প্রাসাদের ছাদে পাবে মোরে।

নিশাচর এসেছে হাজার,
হুকুম শুনতে রাজার,
চার পেঁচা বসা চার কোনে।
সব কিছু রেখে আমি,
দেখছি সবচে দামি
তোমারই কাজলকালো নয়নের পানে।

চোখে চোখে কথা শেষে,
রাজা আজ প্রজার বেশে,
বসেছে রানির পাশে মাথা রেখে কোলে।
নিশাচর পাহারায়,
কোথা কোনো ভয় নাই
সব ব্যথা, ব্যকুলতা, গেছে তারা ভুলে।

ফুটলে ভোরের আলো,
দূর হয় সকল কালো,
হই-চই প্রজাদের ভীড়ে।
তার লাশ করছে বরণ,
গত রাতে হয়েছে মরণ,
ছাদ হতে গেছে রাজা পড়ে।

কেউ কিছু জানবে না,
কোন মনে কোন ছলনা,
কী যে গেছে গতকাল মধ্যরাতে।
শত রাজ্যে শত রাজা,
যুগে যুগে পেয়েছে সাজা,
খুন হয়ে প্রিয়তমা রানির হাতে।