বুকের বা'পাশ কাঁদিছে ভীষণ,
রক্ত জমাট অশ্রুপাত।
বিষন্নতায় বলিছে হৃদয়:
         অপ্রেম সব নিপাত যাক।

তাহার থেকে মুখ ফিরিয়ে
আকাশপানে তাকিয়ে বললেম:
         নতুন প্রেম ব্যথা দিলে,
         জেগে উঠে মনে পুরাতন প্রেম।

আকাশ বাতাশ সাজিছে ফণী,
কানে যেন বাজিছে ধ্বনি:
         নতুন হোক পুরাতন হোক,
         হৃদয়ে তবু প্রেম থাকুক।

হাসিটুকু ধরে রেখে ঠোঁটের কোণে,
প্রত্যাশার এক দীর্ঘশ্বাসে বললে:
         পুরাতন প্রেম যদি হয় ক্ষয়;
         নতুন প্রেমে আবার ভরিয়ো হৃদয়।