মহুয়ার গাছে বেয়ে বেয়ে উঠিছে দেখি
লাল-সাদা ফুলে ভরা লতা-মাধবী;
চুপচাপ দোল খায় বাতাসে, বলে না-কো কথা।
মোহনিয়া তার ঘ্রাণে চারিপাশ গেছে ভরি;
থোকা থোকা ফুল যেন আবেগের ফুলঝুরি;
মহুয়ার গায়ে কী সুন্দর জড়িয়ে আছে মাধবীলতা!

এই বোশেখের ভ্যপসা দুপুরে
একা বসে মহুয়ার তলে
মাধবী দেখে নিরালায় ভাবি তাই—
আমি যদি বৃক্ষ হতাম,
মহুয়া হয়ে জন্ম নিতাম,
কোনো এক মাধবী এসে জড়াত আমায়।