সব কিছু বদলে যাবে।
সমুদ্র চলে যাবে মরুভূমির বুকের উপর।
সমুদ্রের উপর পড়ে রবে শুকনো হৃদয়।
সব কিছু হয়ে যাবে লুট।
পাহাড়েরা হবে দলছুট।
পৃথিবীর বাতাস-মাটি-জল হবে নয়ছয়।
পাতালের উপর আরেক পাতাল রবে;
আকাশের বুকে আরেকটি আকাশ করবে ভর।
আমাদের প্রেম যাবে ক্ষয়ে, ছুটে যাবে বাঁধন;
নক্ষত্রে নক্ষত্রে রটে যাবে বিষাদের খবর।
নিশাচর নিশি ছেড়ে যাবে দিনের আলোয়।
চারিদিকে কেবল বিষাদের গান।
সুরের পাখিরা সব করে অভিমান
নিশিমাঝে মুখ বুজে বসে রবে গাছের শাখায়।
আকাশে নামবে খরা, পাতালে ঝরবে শ্রাবণ;
প্রেয়সি, এ হৃদয় হতে তুমি লুট হবার পর।