তলে শয়তানি হাসি, মুখে সুরের বাশি;
তোরা অসুরের হাতিয়ার।
দেহে মানুষের চর্ম, মনে কুকুরের কর্ম;
তোরা দুপায়া জানোয়ার।
তোরা জঞ্জাল, তোরা চণ্ডাল, তোরা অমানুষ, তোরা ভণ্ড।
তোরা মেরেছিস লাথি, ভেঙেছিস এ জাতির মেরুদণ্ড।
তোরে দমাতে আজি মোরা দানব সাজি;
হই ধ্বংসের কারিগর।
কলঙ্ক তোরা; তোরে সরাতে মোরা,
আজি ছেড়েছি বাড়িঘর।
জয় অন্তিক; মোরা নির্ভিক, করি রাজপথে বুক অবমুক্ত।
মোরা দুর্বার, মোরা সত্য; তাই ঝরে বুক হতে তাজা রক্ত।
রাতে আকাশ কালো, ভোরে ফুটবে আলো;
সরে যাবে সব অন্ধকার।
সবে দেখবে সবই, কারা ভোরের রবি;
কারা বাংলার অহংকার।
তুলে বজ্রধ্বনি মোরা স্বপ্নবুনি; আগুন মোদের দৃষ্টি।
মোরা আজ যদি হারি, দেশে চিরকাল রবে রক্তেক্ষরণ বৃষ্টি।