প্রতিবারে বছরে বছরে জন্মদিনে,
একটি বিশেষ কথা রাখবে মনে।
কেবল আপনার তরে এ ধরাতে আসোনি তুমি,
তোমার পানে তাকিয়ে আছে ধূসর জন্মভূমি।
ছোটো ছোটো পায়ে হেটেছ যেদিন ধরার পরে,
সেদিন হতে অদ্যাবধি এ মাটি তাকিয়ে তোমার তরে।
যা পেয়েছ, যা পাবে তার মূল্য দিতে হবে একদিন;
এই কথাটি মনে করাতে ফিরে আসে জন্মদিন।
কেবল মনের মতো মন সাজাবে, তা হবে না;
কেবল আপন মনে মন কুড়াবে, তা হবে না।
এই ধরাকে সাজাতে হবে রোজ,
ধূসর সরায়ে আনতে হবে সবুজ।
তবে মৃত্যুদিনে পৃথিবীর তরে থাকবে না কোনো ঋণ;
চুকে যাবে সব দেনা, রইলো কামনা, শুভ জন্মদিন।