প্রতি রাতে কল্পনাতে আমি হারিয়ে যাই।
আমার আত্মা দেহ ছেড়ে চলে যায় তোমার কাছে।
তুমি তখন বিভোর হয়ে ঘুমিয়ে,
নরম বিছানায় গা এলিয়ে শুয়ে।
বিভৎস আমার আত্মা ফিসফিসিয়ে তোমায় ডাকে,
তোমায় ছোঁয়ার চেষ্টা করে, ছোঁতে নাহি পায়।
মনে করো হঠাৎ কোনো এক রাতে,
সত্যই তুমি শুনতে পেলে আমার আত্মার করুণ কলরব।
শুনতে পেলে, আহত এক হৃদয় তোমায় ডেকে প্রশ্ন করছে,
❝কেন আমায় কষ্ট দিলে? কী লাভ হলো ধ্বংস করে সব?❞
বিভৎস, রক্তাক্ত, ক্ষত-বিক্ষত এ হৃদয়ের আর্তনাদের কাছে,
সেদিন পারবে তো উত্তরে কিছু বলতে? নিজেকে ক্ষমা করতে?