আমার সব হয়েছে বন্ধ,
        মনের মাঝে উথাল পাতাল,
                               নানান খানাখন্দ।
দিগদিগন্তে ছুটছে সবাই,
        আমার কোনো ব্যস্ততা নাই,
                               মনের মাঝে দ্বন্দ্ব।
আকাশ জুড়ে তাকিয়ে থাকি,
        পাখির ডানায় স্বপ্ন আঁকি।
শহরজুড়ে ছড়িয়ে থাকা
        গল্পকথার স্মৃতিগুলোও
                               হারিয়েছে তার ছন্দ।
আমার সব হয়েছে বন্ধ।

আমার হৃদয় মাঝে জ্বর,
        একটুখানি হাওয়ার জোরে
                               ঝরে যাবার ডর।
কাটছে সময় স্রোতের টানে,
        ব্যথার কথা কেউ না-জানে,
                               শূন্য মনের ঘর।
একলা একা মধ্যরাতে
        গল্প বাঁধি মনের সাথে।
মনের মাঝে জিইয়ে রাখা,
        আপন মনের গল্পগুলোও
                               আজ হয়েছে পর।
আমার হৃদয় মাঝে জ্বর।

আমার শিরায় শিরায় আগুন,
        নিদ্রাবিহীন চোখের তারায়
                               কৃষ্ণচূড়ার ফাগুন।
চোখের পাতা রঙ পেয়েছে
        ভোরের ক্ষণে পুব আকাশে
                               দেখতে যেমন অরুণ।
নানান কাজে দিন চলে যায়,
        দুঃখ নিয়ে রাত্রি কাটাই।
দগ্ধ হওয়া মনের সাথে
        চোখের কোণের অশ্রুফোটাও
                               আজ হয়েছে খুন।
আমার শিরায় শিরায় আগুন।        
                                
আমার একশ একটি ঋণ,
        বুকের মাঝে ফিনকি দিয়ে রক্তক্ষরণ,
                               শব্দ চিনচিন।
শহর জুড়ে প্রেমের খেলা,
        কেবল আমার প্রতিই অবহেলা,
                               লালচে বুকের গহীন।
নিয়েছি যা ফুরিয়ে গেছে,
        শুধু শুধু ঋণ বেড়েছে।
ঋণের ভারে বুকটা আমার
        কালো কোনো পাথর-মতো
                               আজ হয়েছে কঠিন।
আমার একশ একটি ঋণ।