শত পথে উড়িয়ে ধুলো, উড়িয়ে ছাই
আজ প্রাণের মাঝে প্রাণের হয়েছে ঠাঁই।
তবে অশ্রু কেন নিমিষে নিমিষে?
আজ দুঃখ বলো কী বিষে কী বিষে?
প্রাণের সাথে প্রাণ মিলেছে; দুঃখ নাহি আজি।
এসো প্রাণে প্রাণে প্রাণ মিলিয়ে নতুনরূপে সাজি।
তুমি হবে বর্তমানের নতুন জীবন; নতুন কোনো ডেলা;
বেহুলা হয়ে আমায় নিয়ে সাত সাগরে ভাসিয়ে ভেলা।
কত হাজার কথার ঝুড়ি পেতে, তোমায় আমার পাওয়া।
কত লক্ষ কোটি পা বাড়িয়ে তোমার কাছে যাওয়া।
তবে পিছন ফিরে চাইব কেন এতো কাছে এসে?
মায়ার বাঁধন ছুটবে কেন? কী দোষে? কী রোষে?
আমায় মরণ বিষে ছোবল দিলে, তুমিই আমার জীবন।
আমার অন্তপুরে আগুন এলে, তুমিই শান্ত ভুবন।
বুকটা পেতে ঠাঁই দিয়ো গো, হাত বাড়িয়ে ধোরো।
যেই অনলে পুড়ব আমি, আমার সাথে পুড়ো।
কত স্নায়ুযুদ্ধ শেষে আমি, তোমায় পেলাম হাতে।
ভাবতে গেলে অশ্রু আসে, গহীন মধ্যরাতে।
যে অশ্রু তুমি দেখছ চোখে, তা তোমায় পাবার খোশে।
এই অশ্রুটুকু ঝরতে থাকুক, বৃদ্ধকালেও শেষকটি নিশ্বাসে।