অন্ধকারের মাঝে যে লাল আভাটি দেখা যায়,
তা সূর্যের নয়; আমার ভাইয়ের রক্ত।
এ অন্ধকার আলোকিত হবে আর কতো রক্ত দিলে?
যুদ্ধ লেগেছে যুদ্ধ, দামামাবিহীন যুদ্ধ।
আবার এসেছে কালোরাত্রি, বন্দুকধারী যাত্রী
এসেছে আবার অন্ধকারে, রাজপথ তাই ক্ষুব্ধ।
সবুজের মাঝে যে লাল বৃত্তটি দেখা যায়,
তা বায়ান্নয়ের রক্ত; আমার ভাইয়ের রক্ত।
মাতৃভূমি পূর্ণতা পাবে, আর কতো রক্ত দিলে?
ওরা কি চায় পতাকার বৃত্ত আরও বড়ো হোক?
এই দেশ, এই পতাকা ঢেকে যাক রক্তের রঙে?
ওরা কি চায় এই পতাকায় আর একটুও সবুজ না থাকুক?
নিরাশার মাঝে যে সামান্য আশা দেখা যায়,
সে আশার আলোর ইন্ধন আমার ভাইয়ের রক্ত।
এই আশার আলো পূর্ণ হবে আর কতো রক্ত দিলে?